মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৬ এপ্রিল ২০২৫ ১৬ : ২৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ডোনান্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণায় খুশি নন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। মার্কিন প্রেসিডেন্টের 'আমেরিকা ফার্স্ট' নীতিও তাঁকে শঙ্কিত করে তুলছে। এই আবহেই সোমবার বড় ঘোষণা করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশ্বায়নের যুগ শেষ বলে ঘোষণা করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটেনের উপর ১০ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছেন। যা বিশ্ব বাজারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা। ট্রাম্পের শুল্কনীতি কী ভাবে মোকাবিলা করা যায়, সেই রাস্তা খুঁজছে বাকিরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, দেশের ব্যবসাকে 'শুল্ক-ঝড়' থেকে রক্ষা করার জন্য নতুন শিল্পনীতি ব্যবহার করতে প্রস্তুত। পাশাপাশি, মার্কিন প্রশাসনের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তির চেষ্টাও চালিয়ে যাবেন তিনি। প্রধানমন্ত্রী স্টার্মারের মতে, "আমরা বিশ্বাস করি না যে, বাণিজ্যযুদ্ধই সমস্যা সমাধানের একমাত্র পথ।"
ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পরই বিশ্ব বাজার টালমাটাল হয়েছে। আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে ধস নামছে। প্রত্যেকটি দেশই নিজের মতো করে এই শুল্ক সমস্যা সমাধানের পথ খুঁজছে। স্টার্মার মনে করেন, ট্রাম্পের ঘোষণার ফলে বিশ্বব্যাপী প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।
অনেক বিশেষজ্ঞের মত অবশ্য উল্টো। ট্রাম্পের শুল্কনীতি আদতে 'শাপে বর' বলে মনে করছেন তাঁরা। এইসব বিশেষজ্ঞের দাবি, বিভিন্ন দেশ তাদের অভ্যন্তরীণ উৎপাদনের উপর জোর দেবে। সঙ্গে অর্থনৈতিক সংস্কারের পথেও হাঁটবে।
ব্রিটেনের এক সরকারি আধিকারিক বলেছেন, "ট্রাম্প এমন কিছু করেছেন যার সঙ্গে আমরা একমত নই, কিন্তু ওই নীতির নেপথ্য়ে মানুষের বড় অংশের সমর্থন রয়েছে। কারণ, পৃথিবী বদলে গিয়েছে, বিশ্বায়ন শেষ হয়ে গিয়েছে, এবং আমরা এখন একটি নতুন যুগে আছি। দেখাতে হবে যে, আমাদের দৃষ্টিভঙ্গি, আরও সক্রিয়, লেবার সরকার আরও সংস্কারবাদী, এই দেশের প্রতিটি অংশের মানুষের জন্য পর্যাপ্ত আশানুরূপ কাজে দক্ষ।"
দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর থেকেই আমেরিকার শুল্ক নীতি বদলে ফেলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, যে সমস্ত দেশ আমেরিকার পণ্য থেকে যত শুল্ক নিয়ে থাকে, তাদের উপরেও পাল্টা তত শুল্কই চাপানো হবে। এ বিষয়ে আমেরিকার স্বার্থের কথাই শুধু মাথায় রাখবে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের নতুন নীতিতে প্রায় প্রতিটি দেশের উপরেই ন্যূনতম ১০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে। এছাড়া গাড়ির উপর ২৫ শতাংশ শুল্র আরোপ করা হয়েছে।
ব্রিটেনের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার জানিয়ে দিয়েছে, তারা এখন আর আমেরিকায় গাড়ি পাঠাবে না। অন্তত এক মাসের জন্য গাড়ি রফতানির স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এই সপ্তাহের শেষের দিকে, ব্রিটিশ সরকার বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারকদের উপর নিয়ন্ত্রণ শিথিল করা এবং সরকারের শিল্প কৌশলের কিছু অংশ সামনে আনার ঘোষণা করার পরিকল্পনাও করছে। বুধবার একটি বাণিজ্য চুক্তি ত্বরান্বিত করার জন্য ব্রিটেন ও ভারতের মধ্যে "অর্থনৈতিক ও আর্থিক সংলাপ" করার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে একটি নতুন চুক্তি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
নানান খবর
নানান খবর

আরও কড়া ট্রাম্প, চিনা পণ্যে বাড়তি ৫০ শতাংশ শুল্ক আরোপ! চরমে বাণিজ্য সঙ্ঘাত

কবর থেকে তুলে বসানো হয় বিয়ের পিঁড়িতে, মৃতের সঙ্গে গাঁটছড়া বাঁধাই নিয়ম! ‘ঘোস্ট ম্যারেজ'-এর কারণ জানলে চমকে উঠবেন

আমেরিকা জুড়ে ট্রাম্প-মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ, ইলনের পোস্টে 'ষড়যন্ত্র'-এর অভিযোগ?

মিলনে রাজি হননি স্ত্রী, রাগের বশে সদ্যোজাতকে নিয়ে কলাবাগানে গেলেন বাবা, তারপর কী হল শিশুটির সঙ্গে?

বিশ্বজুড়ে ত্রাহি রব, মার্কিন অর্থনীতিতে মন্দার মেঘ, তাও ট্রাম্পের দাবি, 'কোনও মুদ্রাস্ফীতি নেই'

গাজায় ইজরায়েলি হামলায় ১৫ জন নিহত, অধিকাংশই নারী ও শিশু

২০ বছরের ড্যারেন থেকে আজ বিশ্ববিখ্যাত স্পিড, কী এমন ম্যাজিকে বিশ্ববিখ্যাত হলেন রোনাল্ডোর ভক্ত? ফাঁস করলেন রহস্য…

বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি ২৫০ কোটি টাকার রোলস-রয়েস! জানেন এর মালিক কে?

কুমিরের সঙ্গে মজা করতে ঘটল ভয়ানক বিপদ!

প্রতিবাদে পথে পথে…তুরস্কের পর ওয়াশিংটন, ট্রাম্প বিরোধী বিক্ষোভে হাজির 'পিকাচু'

পাঁচ মাস ধরে মাথাব্যাথা, ডাক্তারের কাছে যেতেই চোখ কপালে, কী ধরা পড়ল সিটি স্ক্যান রিপোর্টে?

নামজাদা কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েও, ক্যান্টিনে কাজ করেছেন এক তরুণী

ডাবের জলেই সর্বনাশ, এক চুমুক খেয়ে দরদর করে ঘাম, মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যক্তি

সমুদ্রের নিচে বসেই বিশ্বকে চ্যালেঞ্জ! কোন শক্তি হাতে পেল চিন

জেল থেকে সোজা প্রাক্তন প্রেমিকার বাড়িতে, মুরগি চুরি করে পালাতে গিয়ে ফের পুলিশের জালে তরুণ